ধর্মনগর প্রতিনিধি।
শনিবার সকাল ৮:১৪ মিনিটে আগরতলা থেকে হামসফর এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে পৌঁছায়। পৌঁছানোর ঠিক পরেই বি সিক্স বগিটির নীচে বেশ কিছু ধোঁয়া বের হচ্ছে দেখতে পেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্টেশন ম্যানেজার আরপিএফ এর সাব-ইন্সপেক্টর লক্ষণ দেববর্মা এবং অন্যান্য রেল কর্মীরা দৌড়ে আসে। আগুন নিভানোর জন্য যেসব গ্যাসীয় স্প্রে রয়েছে সেই স্প্রে বি সিক্স বগীর নিচে যথেষ্ট ভাবে প্রয়োগ করা হয়। কিছুক্ষণের মধ্যে ধোয়া বন্ধ হয়ে যায়। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যাত্রীরা পুনরায় রেলে চড়ে এবং নির্ধারিত সময়ের বেশ পরে ধর্মনগর স্টেশন থেকে হামসাফার এক্সপ্রেস রওনা হয়। যাত্রীদের মধ্যে তবুও একটা আতঙ্ক হয়ে গেছে কারণ এই রেল টি আগরতলা থেকে সবচেয়ে দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় যান্ত্রিক গোলযোগের কারণে যদি আগুন ধরে যায় তাহলে যাত্রীদের কি অবস্থা হবে তা ভেবে। রেল কর্মীরা আশ্বস্ত করে যে এই ঘটনাটি কোন বিশেষ বড় ধরনের গোলযোগ নয়। তাই এখানে যেমন করে সারিয়ে দেওয়া হয়েছে তাই যথেষ্ট। তা নিয়ে যাত্রীদের অতিরিক্ত দুশ্চিন্তা করার কোন কারণ নেই।
আগরতলা থেকে ব্যাঙ্গালোর গামী হাম সফর এক্সপ্রেসে হঠাৎ করে ধোঁয়া দেখতে পাওয়ায় বিশাল বিভ্রান্তি।
120