Home » বিজেপি দলে যোগদান অব্যাহত

বিজেপি দলে যোগদান অব্যাহত

by admin

প্রতিনিধি কৈলাসহর:-চন্ডীপুর মন্ডলের অন্তর্গত ৫২ নং বুথে অর্থাৎ জলাই গ্ৰাম পঞ্চায়েতের বলেহর গ্ৰামে আজ বিকেলে এক সুবিশাল যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই যোগদান সভার মাধ্যমে সিপিএম এবং অন্যান্য দল ত্যাগ করে ৩০ পরিবারের ৯২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন চন্ডীপুরের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়।পাশাপাশি রাষ্ট্রবাদী আদর্শের সাথে যুক্ত হওয়ার জন্য যোগদানকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।এই যোগদান সভায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামকুমার সিনহা,বিজেপি নেতা পিন্টু ঘোষ সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment