Home » মোহনপুরে ৫৯ জন ভোটার বিজেপিতে

মোহনপুরে ৫৯ জন ভোটার বিজেপিতে

by admin

প্রতিনিধি মোহনপুর:-২ নং মোহনপুর বিধানসভা এলাকার রামকৃষ্ণপল্লীতে এক যোগদান সভার মধ্য দিয়ে ১৫ পরিবারের ৫৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। শুক্রবার এ দিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর বিধানসভা এলাকাতে প্রতিনিয়ত যোগদান সভা জারি রয়েছে। বিশেষ করে সিপিআই(এম) দল ছেড়ে প্রতিনিয়ত বিজেপিতে যোগদান করছেন ভোটাররা। শুক্রবার এই যোগদান সভাতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্বরা। এই যোগদান সভাতে নবাগতদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। তিনি নবাগতদের আহ্বান করেন পূর্বের চিন্তা ধ্যান-ধারণা ছেড়ে দিয়ে বর্তমান সরকারের উন্নয়নমুখী পরিকল্পনাকে পাথেয় করে রাজ্যের উন্নয়নে অংশীদারিত্ব হওয়ার।

You may also like

Leave a Comment