প্রতিনিধি, উদয়পুর :-
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সন্ধ্যায় রাজারবাগ মুসলিমপাড়া এলাকায় ৪০ ও ৪১ নং বুথের নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীর দাস, উদয়পুর পুর পরিষদের সহকারী পুরপিতা প্রদীপ দেবনাথ, শক্তিকেন্দ্র ইনচার্জ গোপাল সাহা, এলাকার পুর পারিষদগণ ও বুথ সভাপতিগণ প্রমুখ।
মন্ত্রী স্থানীয় মানুষের নানাবিধ সমস্যাদির কথা শোনেন এবং এলাকার উন্নয়নে তাঁদের পরামর্শ আহ্বান করেন। স্থানীয় মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এলাকাবাসী এলাকার নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তা সমাধানে আশ্বাস দেন এবং বলেন বিগত পাঁচ বছরে এই এলাকায় রাস্তাঘাটের প্রভূত উন্নতি করা হয়েছে। এই এলাকায় রাস্তার কাজ সুসম্পন্ন করা হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নয়নেও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই দুই বুথে বিপুল ভোটে জয়যুক্ত করায় মন্ত্রী এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সর্বদা তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন একটা সময়ে রাজারবাগ ছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। বিগত ২৫ বছরে এলাকার আর্থসামাজিক উন্নয়নে কোন পরিকল্পনা করা হয়নি। এলাকাটিকে পুর পরিষদের অন্তর্ভুক্ত করা হলেও পুর এলাকার সুযোগ সুবিধা থেকে এলাকা ছিল বঞ্চিত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সার্বিক উন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ করা হয়েছে। আগামী দিনের এই এলাকা প্রকৃতই পুরো এলাকার সর্বশেষ সুবিধা যুক্ত এলাকার হিসেবে গণ্য হবে । তিনি বলেন এলাকার উন্নয়নের প্রাথমিক শর্ত হচ্ছে শান্তি । আর তাই তিনি সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান। তিনি নির্বাচনোত্তর সন্ত্রাস শব্দটিকে মুছে ফেলতে এই এলাকার কার্যকর্তাদের ভূমিকার প্রশংসা করেন। দুই সম্প্রদায়ের মিশ্র বসতি সম্পন্ন এই এলাকায় পরস্পরের প্রতি নির্ভরশীলতা রাজ্যে সম্প্রীতির অনন্য নিদর্শন বলে তিনি মন্তব্য করেন।