
প্রতিনিধি,গন্ডাছড়া ১০ ডিসেম্বর:- শনিবার সাতসকালে গন্ডাছড়া বাজার সংলগ্ন দুর্গাপুর গ্রামে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা যায় এদিন ভোর সকালে এলাকার মানুষ দুর্গাপুর কালি মন্দিরের পাশে এক যুবক অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে গন্ডাছড়া থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে যুবককে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দিলীপ দেব (৪৫) বাড়ি গন্ডাছড়া বাজার সংলগ্ন ৬০ কার্ড। সে পেশায় ছিল গাড়ি চালক। তার স্ত্রী সন্তান রয়েছে। এলাকা সূত্রে জানা যায় সে প্রচন্ড মধ্যপান করত। হয়তোবা অধিক মাত্রায় মদ্যপান থেকে তার মৃত্যু ঘটেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এর প্রকৃত কারণ জানা যায়নি। এদিন দুপুরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে মরদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে গন্ডাছড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গন্ডাছড়া শহর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।