২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নম্বর বুথের ঘিলাতলি বাজারে শাসক বিজেপি দলের আহবানে আহুত সান্ধ্যকালীন এক সভায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। এই সভায় বুথ এলাকার সাধারণ নারী-পুরুষ থেকে শুরু করে যুব অংশের ব্যাপক সমাগম পরিলক্ষিত হয়।
এই সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করতে গিয়ে বিজেপি দলের খোয়ায় জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী এই সময়ের মধ্যে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে বলে দাবি করেন। বিশেষ করে এই সভায় আলোচনা করতে গিয়ে দীর্ঘ বাম শাসনে কল্যাণপুর এলাকার বিভিন্ন সন্ত্রাসবাদি ঘটনা গুলো নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে শ্রী দাস চৌধুরী আগামী দিনে সজাগ সতর্ক থাকার আহ্বান জানান। আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রত্যেককে সজাগ সতর্ক থাকার জন্যও আহ্বান জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। পিনাকী দাস চৌধুরী জোর গলায় দাবি করেন নিজেদের কাজের দাবিতে কাজের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবেই । সিংহভাগ সময় বিধায়ক পিনাকী দাস চৌধুরী কংগ্রেসকে গোষ্ঠী কোনদলের হোতা হিসেবে যেমন আখ্যায়িত করেন, এর পাশাপাশি এই সময়ের মধ্যে কমিউনিস্ট পার্টি গোটা রাজ্জ্ব সহ দেশে অপ্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন। যাবতীয় চক্রান্তের জাল ভেদ করে তেইশের বিধানসভার নির্বাচনে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে বলে পিনাকী দাস চৌধুরী এদিন জোর গলায় দাবি করেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার নেতৃত্ব স্বরস্বতী দেবনাথ ,বিজেপি নেতৃত্ব নিতাই বল, রাজিব পাল প্রমুখরা।
এই সভার মাধ্যমে ৩ পরিবারের ৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগত দের বিজেপি দলে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা বরণ করে নেন।
৩ পরিবারের ৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন
91