93
প্রতিনিধি, আগরতলাঃ রাজ্যস্তরীয় কলা উৎসবে প্রথম হওয়ার পর এবার ‘সংগীত মিলন’ আয়োজিত Classical Voice of India-2022 এ যন্ত্রসংগীতে প্রথম হয়েছে চন্দন গাঙ্গুলি ও মৌসুমি গাঙ্গুলির একমাত্র কন্যা রিয়া গাঙ্গুলি।লক্ষ্ণৌতে আয়োজিত এই অনুষ্ঠান ৮-১০ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। রিয়া তার বেহালা বাদন পরিবেশন করে ৯ তারিখ। তার বেহালায় সে পরিবেশন করে রাগ দেশ। তার বেহালা বাজানোর প্রসংসা উপস্থিত গুণীজন সবাই করেছে। সংগীত মিলন সংস্থার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন দেবনাথ মহাশয় রিয়ার প্রসংশা করে রিয়াকে গুণীজনদের বাদন,গায়ন শুনার জন্য পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গুরুর শিখানোকে পাথেয় করে এগিয়ে যাওয়ার জন্য বলেছেন। প্রথম হওয়ার পুরস্কার হিসাবে রিয়া সার্টিফিকেট, মেডেল ও ১০,০০০ টাকা নগদ পুরস্কার লাভ করে।