প্রতিনিধি, গন্ডাছড়া :- রাজ্যের পঞ্চায়েত ও উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই একযোগে প্রশাসনিক বৈঠকে ব্যস্ত মন্ত্রী কিশোর বর্মন। সেই ধারাবাহিকতায় তিনি গত ৭ আগস্ট ধলাই জেলায় এসে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তৃত আলোচনায় অংশ নেন।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা ও পঞ্চায়েত স্তরের উন্নয়নকে ত্বরান্বিত করা। মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়েত ব্যবস্থাকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনমুখী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পঞ্চায়েত হলো গ্রামীণ উন্নয়নের মূল চালিকা শক্তি, তাই এখান থেকে পরিবর্তনের সূচনা হওয়া উচিত।আলোচনায় আরও উঠে আসে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছ প্রকল্প বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার প্রাপ্যতা বৃদ্ধির বিষয়। মন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি বা অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভু লাল চাকমা, বিদায়িকা স্বপ্না দাস পাল, সহকারী অনাদি সরকার এবং জেলার চার মহকুমার আধিকারিকসহ মহকুমার জনপ্রতিনিধিগণ। মন্ত্রী কিশোর বর্মনের এই সফর শুধু প্রশাসনিক নির্দেশনা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁর বক্তব্য ও আলোচনা ধলাই জেলার পঞ্চায়েত ও শিক্ষা খাতের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নতুন দিকনির্দেশনা প্রদান করেছে।
ধলাই সফরে মন্ত্রী কিশোর বর্মনের প্রশাসনিক বৈঠক
162
previous post