Home » পাসপোর্ট-ভিসা ছাড়াই ত্রিপুরায় অনুপ্রবেশ, মিয়ানমারের পাঁচ নাগরিক আটক আমবাসায়

পাসপোর্ট-ভিসা ছাড়াই ত্রিপুরায় অনুপ্রবেশ, মিয়ানমারের পাঁচ নাগরিক আটক আমবাসায়

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া 10 জুন:-ধলাই জেলার আমবাসা থানাধীন লালছড়ি এলাকায় মিয়ানমারের পাঁচজন নাগরিককে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা গত এক সপ্তাহ ধরে একটি বাড়িতে অচেনা ব্যক্তিদের চলাফেরা দেখে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি আমবাসা থানায় জানানো হয়। আমবাসা থানার ইন্সপেক্টর উত্তম কুমার দাস নিজে গিয়ে তদন্ত শুরু করেন।
পুলিশ প্রথমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, বন্ধুর সঙ্গে দেখা করতে তারা ত্রিপুরায় এসেছে এবং তাদের মধ্যে একজন পুলিশকে একটি আধারকার্ড দেখায়। তবে তদন্তে দেখা যায় আধারকার্ডটি ভুয়া। পরে পুলিশ পাঁচজনকে থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ধৃতদের দাবি, তাদের মধ্যে তিনজনের পাসপোর্ট রয়েছে, কিন্তু কারোর কাছেই ভিসা নেই। পুলিশ ফের ঘটনাস্থলে গিয়ে তাদের পাসপোর্ট নিয়ে আসে।
ধৃতদের মধ্যে তিনজনের নাম রজার খৈনি (৩৩), অনুগ নাইঙ্গ তং (৪০), এবং পে তাই জেন (৯)। বাকিদের নাম তং উইঙ্গ (৬০) ও সুন্দর উইঙ্গ (২৩), যাদের পাসপোর্টও নেই। তারা জানিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে মিজোরাম সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে এবং তাদের সহযোগী বর্তমানে হায়দ্রাবাদে অবস্থান করছেন। ধৃতদের মধ্যে একজন শিশু রয়েছে।
জানা গেছে, তারা ইংরেজি ও মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না, ফলে জিজ্ঞাসাবাদে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। পুলিশের ধারাবাহিক জিজ্ঞাসাবাদে একের পর এক নতুন তথ্য উঠে আসায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও তাদের পৃথকভাবে জেরা চালাচ্ছেন।
এ ঘটনায় আমবাসা থানায় ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ১৫/২০২৫), পাসপোর্ট অ্যাক্টের ৩ নম্বর ধারায়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে ইন্সপেক্টর জেম্স মলসুমের হাতে। আগামীকাল ধৃতদের ধলাই জেলা ও দায়রা আদালতে তোলা হবে।
সম্প্রতি ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও মিয়ানমার থেকে বেআইনিভাবে অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনুপ্রবেশকারীরা ভারতীয় নাগরিকত্ব ও নথিপত্র সংগ্রহের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ছে, যার প্রকৃত উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। আমবাসা ছাড়াও ধলাই জেলার কমলপুর, গন্ডাছড়া ও রইস্যাবাড়ি ভারত – বাংলা সীমান্ত এলাকা দিয়ে এই প্রবণতা বাড়ছে বলে সূত্রের খবর।
বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, সীমান্তে নজরদারি আরও কড়া করা এবং সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনকে আরও সতর্কভাবে কাজ করতে হবে যাতে এই ধরনের বেআইনি অনুপ্রবেশ রোধ করা যায়।

You may also like

Leave a Comment