শান্তির বাজার প্রতিনিধি :ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার নারাইফাং এলাকার বাসিন্দা ভজন লিম্বু গত জানুয়ারী মাসে শান্তির বাজার টাটা মোটর প্রগ্রেসিভ থেকে ৮ লক্ষ ৭৫ হাজার ১৯১ টাকা ক্রয়করে টাটা পাঞ্চ এডভেনচার গাড়ী ক্রয় করে। গাড়ী ক্রয় করার তিন দিন পরে গাড়ীরমধ্যে অগ্নিসংযোগ ঘটে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস সহ অন্যান্য দপ্তরের তদন্তক্রমে জানাযায় শর্ট সার্কিট থেকে গাড়ীতে অগ্নি সংযোগ ঘটে। এইনিয়ে ইনসুরেন্স ক্লেম করার পর জানাযায় ইনসুরেন্সের কিছু অর্থরাশি শোরুমের মালিকের একাউন্টে পৌঁছেযায়। গাড়ীর মালিক এই অর্থরাশী চাইবার পরথেকে শোরুমের মালিক তালবাহনা শুরুকরে বলে অভিযোগ। গ্রাহকের অভিযোগ দীর্ঘ কয়েকমাস অতিক্রান্ত হবার পরেও তিনি ইনসুরেন্সের এক টাকাও পাননি। যেইটুকু অর্থরাশি প্রদানকরাহয়েছে তাও শোরুমের মালিক দিতে চাইছেনা। এই ঘটনার সত্যতা সংবাদমাধ্যমের সামনে শিকারকরে শোরুমের এক সেইলম্যান। এতেকরে গ্রাহকরা হয়রানির পাশাপাশি প্রতারনার শিকার হচ্ছে। টাটা মোটরস এর গাড়ী খোবই নিম্ন মানের বলে দাবী করছে গ্রাহক ভজন লিম্বু। অন্যান্য গ্রাহকরা যাতেকরে এইভাবে প্রতারনার শিকার হতেনাহয় তারজন্য টাটার গাড়ী যেন অন্যারা ক্রয় নাকরে তারজন্য বিশেষ আহব্বান জানান ভজন লিম্বু। এখন দেখার বিষয় গ্রাহকের নায্য পাওনা পাইয়েদিতে শান্তির বাজার টাটা মোটরস পগ্রেসিভ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।
শান্তির বাজার টাটা শোরুম থেকে গাড়ী ক্রয়করে প্রতারনার শিকার হয়েছে এক গ্রাহক।
by admin
written by admin
107
previous post