প্রতিনিধি কৈলাসহর:-আজ বিকেল আনুমানিক চারটা নাগাদ শ্রীরামপুর ব্রিজে বড়সড় দুর্ঘটনা সংগঠিত হয়।ঘটনার খুঁজ নিয়ে জানা যায় AS-01-JC 1965 নম্বরের একটি ট্রাক গাড়ি ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় দুর্ঘটনা সংগঠিত করে পালিয়ে আসছিল।সে সময় বিভিন্ন নাকা পয়েন্টে থাকা পুলিশ পলাতক গাড়ির পিছু ধাওয়া করলে এই গাড়ি আরো দ্রুতগতিতে ছুটে আসে শ্রীরামপুর ব্রিজের দিকে।খুব দ্রুতগতিতে ব্রীজ পেরিয়ে উক্ত গাড়ি চলে যায় মূর্তিছড়া এলাকার দিকে।সেখানেও অনেক বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে এবং ভদ্রপল্লী স্কুলের পাশাপাশি এলাকায় একটি গরুর বাছুর এবং কুকুরকে মেরে ফেলে উক্ত গাড়ির চালক বাপী লোধ (২৭) পিতা স্বর্গীয় শ্যামল লোধ ঢুকলি ব্লক এলাকার আমতলীতে চালকের বাড়ি।এরপর ভদ্রপল্লী এলাকা থেকে আরো দ্রুতগতিতে যখন চন্ডিপুর এলাকা হয়ে আসছিল সে সময় ইউনাইটেড ক্লাবের সামনে থাকা কিছু গাছ রাস্তায় ফেলে পথচারীরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। সেখানেও গাড়িটিকে আটকানো সম্ভব হয়নি। এরপর চন্ডিপুর থেকে যখন শ্রীরামপুর ব্রিজের দিকে এই এই ট্রাক আসছিল সে সময়ও রাস্তায় ড্রাম দিয়ে গাড়িটিকে প্রতিরোধ করার চেষ্টা করলেও তাকে আটকানো সম্ভব হয়নি।খুব দ্রুতগতিতে এসে রং সাইডে গিয়ে বাইকে বসে থাকা এক যুবককে সজোড়ে ধাক্কা মারে এবং সাথে সাথে যুবকটি ছিটকে পড়ে ও বাইক ভেঙে চুরমার হয়ে যায়।যদিও আহত বাইক চালকের পরিচয় জানা যায়নি।বাইক চালককে গুরুতরভাবে আহত করে এবং শ্রীরামপুর ব্রিজে থাকা তিনটি খুঁটি ভেঙে ফেলে ঘাতক গাড়ী।খবর নিয়ে জানা যায় বিভিন্ন খাদ্য সামগ্রী পরিবহনকারী এই গাড়িটি মনু ৮২ মাইল এলাকা থেকে আরো দুই একটি জায়গায় দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে আসছিল।বর্তমানে বাইক রাইডার এবং গাড়ির চালক বাপি লোধ দুজনে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।শ্রীরামপুর ব্রিজে এই ঘটনা সংঘটিত হওয়ার পর অন্তত এক হাজারেরও বেশি মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী।খবর লেখা অব্দি আহত দুজনেরই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।
180
previous post
কবির মূর্তি ভাঙ্গায় সংস্কার ভারতীর প্রতিবাদ
next post