140
প্রতিনিধি, বিশালগড় , ৮ মার্চ।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবির। শুক্রবার বিশালগড় ব্লকের লেম্বুতলী গ্রামে অনুষ্ঠিত হয় এই শিবির। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই শিবির অনুষ্ঠিত হয়। রামপুরহাটি অঙ্গনওয়াড়ি সেন্টারে আয়োজিত শিবিরে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী সুমিতা রায়। আইনজীবী সুমিতা রায় মহিলাদের সুরক্ষায় গৃহীত আইনি ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আজকের নারীরা সর্বক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে। মহিলাদের শিক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্র এবং সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। মহিলারা শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে। শিবির পরিচালনা করেন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার সোমা রাণি মজুমদার।