Home » বিশালগড়ে মহিলা মোর্চার নারী সম্মাননা

বিশালগড়ে মহিলা মোর্চার নারী সম্মাননা

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৮ মার্চ।। নানা কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশালগড়ে নারী সম্মাননা প্রদান করে মহিলা মোর্চা। শুক্রবার মহিলা মোর্চার বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মহিলা মোর্চার কার্যকর্তারা বিশালগড় মহিলা থানা এবং মহকুমা হাসপাতালে কর্মরত নারীদের সম্মাননা প্রদান করেন। বিশালগড় মহিলা থানার অফিসার সহ সকল কর্মরত নারী পুলিশদের উত্তরীয় পরিয়ে নারী দিবসের শুভেচ্ছা বিনিময় করেন মহিলা মোর্চার কার্যকর্তারা। মিষ্টিমুখ এবং মতবিনিময় চলে দীর্ঘক্ষণ। এরপর বিশালগড় মহকুমা হাসপাতালে কর্মরত নারী চিকিৎসক নার্স সহযোগী স্টাফদের উত্তরীয় পরিয়ে নারী দিবসের শুভেচ্ছা বিনিময় করেন মহিলা মোর্চা। এদিন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব মহিলা মোর্চার বিশালগড় মন্ডলের সকল কার্যকর্তাদের নারী দিবসের শুভেচ্ছা জানান। মন্ডল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহিলা মোর্চার কার্যকর্তাদের হাতে শুভেচ্ছাপত্র তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক সুশান্ত দেব বলেন নারীদের সুরক্ষা, সম্মান এবং স্বাবলম্বী করতে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের নারীদের মাথা উঁচু করে বাঁচার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রায় সকল প্রকল্পের সুবিধা পৌঁছে যাচ্ছে মহিলাদের হাতে। শৌচাগার, আবাসন, উজ্জ্বলা যোজনা ইত্যাদি প্রকল্প নারী সম্মানের প্রতিবিম্ব।

You may also like

Leave a Comment