Home » উপ নির্বাচনে দুই কেন্দ্রে বিপুল জয়ের উচ্ছ্বাসে মন পাথর বাজারে বিজয় মিছিল ।

উপ নির্বাচনে দুই কেন্দ্রে বিপুল জয়ের উচ্ছ্বাসে মন পাথর বাজারে বিজয় মিছিল ।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি : আজ শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনু মন পাথর বাজারে শান্তির বাজার বিজেপি মন্ডলের উদ্যোগে বিজয় মিছিল সংঘটিত হয়। এই বিজয় মিছিল বীরচন্দ্র মনু বিজেপি কার্যালয় থেকে শুরু করে মন পাথর বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে বাজার সভাই মিলিত হয়। কর্মী সমর্থকদের সঙ্গে এই বিজয় মিছিলে পায়ে পা মিলিয়ে
তাতে অংশ নেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বিধায়ক প্রমোদ রিয়াং, ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি সঞ্জীব রিয়াং, মন্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং, কৃষক মোর্চার মন্ডল সভাপতি দিব্যেন্দু চৌধুরী , মলেন রিয়াং সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । সবাই বিধায়ক প্রমোদ রিয়াং আলোচনা করতে গিয়ে গ্রেটার বলেন তিপ্রা ল্যান্ডের কথা ভুলে গিয়ে উপনির্বাচনে দেখা গেল মার্কসবাদী সিপিএমকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আনার চেষ্টা করছেন তিপ্রা মথা্। সিপিএম দলকে বলেন ভুলে যাবেন না আপনারা ক্ষমতাচ্যুত হলে আর ক্ষমতায় ফিরে আসতে পারেন না । এই রাজ্যের মানুষ বিশ্বাস করে এই সুশাসনের বিজেপি সরকারকে । পাশাপাশ এমডিসি সঞ্জীব রিয়াং সরকারের একাধিক উন্নয়নের কাজকর্ম গুলি আলোচনার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন। বিজয় মিছিলে ব্যান্ড পার্টির তালে বাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা।

You may also like

Leave a Comment