প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভার উত্তর রামনগর এলাকায় সিপিআইএম দলে বড় ভাঙ্গন ধরানো বিজেপি। শনিবার এক যোগদান সভার মধ্য দিয়ে সিপিআই (এম) দল ছেড়ে ১২৪ পরিবারের ৩৩১ জন ভোটার বিজেপি দল যোগদান করেন। হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী টিন্কু রায় সমেত অন্যান্যরা।
বামুটিয়া বিধানসভার উত্তর রামনগর এলাকা সিপিআইএম দলের ঘাঁটি হিসেবে পরিচিত। তার সত্যতা পাওয়া গেছে সর্বশেষ বিধানসভা নির্বাচনে। যদিও শনিবারের এই যোগদান সভার পর এলাকাতে সিপিআই (এম) দলের হাতেগোনা কয়েকজন সদস্যরা রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় নেতৃত্ব। শনিবার উত্তর রামনগর স্কুল মাঠে অনুষ্ঠিত এই যোগধান সভা। যোগদান কর্মসূচি কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি প্রকাশ্য সভা। এই সভাতে বলতে গিয়ে বিজিবি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন দীর্ঘ বছর শাসন করার সময়ে বামেরা শুধুমাত্র মানুষদের ঠকিয়েছে। বিশেষ করে চা বাগান এলাকার শ্রমিকদের মাথা গুজার মত সামান্য একটি ঠাঁই করে দিতে পারেন তিনি। নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই দরিদ্র মানুষদের ঘর তৈরিতে উদ্যোগ গ্রহণ করেছে। আহবান করেন এই দলের মিথ্যা প্রলোভনে পা না দিয়ে এলাকার সমস্ত মানুষ বিজেপি দলে সাথে নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলতে। অন্যদিকে মন্ত্রী ত্রিপুরায় বলেন ধর্মনগর থেকে কুমারঘাট পর্যন্ত রেল লাইন তৈরি হতে সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ২৪ বছর সময় লেগেছিল। অন্যদিকে অটল বিহারী বাজপে দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে কুমারঘাট থেকে ত্রিপুরা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে দিয়েছেন। এরপর নরেন্দ্র মোদির সময়ে রাজ্যে ব্রডগেজ চালু হওয়া থেকে শুরু করে এখন প্রতিদিন ১৫-১৬ টা ট্রেন আসা-যাওয়া করছে। সামান্য এই একটি ঘটনা থেকে এটা পরিষ্কার বর্তমান সরকার কি দিশা তে এবং কি গতিতে উন্নয়নমূলক কাজ করছে রাজ্যের মানুষের একটি ভরসার কেন্দ্রবিন্দুর নাম বিজেপি সরকার। এই ভরসা কে অটুট রাখতে এলাকার সমস্ত অংশ সে মানুষ ভারতীয় জনতা পার্টিতে সমর্থন দেওয়ার আহবান করলেন মন্ত্রী। এদিনে এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ ধন দাস, পশ্চিম জেলার এবং অন্যান্যরা
সিপিআই (এম) দল ছেড়ে ১২৪ পরিবারের ৩৩১ জন ভোটার বিজেপি দল যোগদান করেন।
100