Home » যুবতারা সংস্কৃতি ইউনিভার্সিটি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

যুবতারা সংস্কৃতি ইউনিভার্সিটি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

by admin

প্রতিনিধি মোহনপুর:-দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছরের পূর্তি উপলক্ষে বিকাশ তীর্থযাত্রার অঙ্গ হিসেবে সংস্কৃতি ইউনিভার্সিটি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকে কেন্দ্র করে নেতৃত্বে গোটা দেশে উন্নয়নমূলক কর্মসূচিকে কেন্দ্র করে প্রশংসা করলেন মুখ্য মন্ত্রী।
বিগত নয় বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শাসনকালে গোটা ভারতবর্ষের পাশাপাশি ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে। পশ্চিম জেলা যুবতারা স্থিত সংস্কৃত ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা বিকাশ তীর্থযাত্রার অঙ্গ হিসেবে সংস্কৃত ইউনিভার্সিটির পরিষেবা এবং পরিকাঠামোকে ঘিরে অত্যন্ত আপ্লুত হয়ে পড়ে। তিনি বলেন এই ইউনিভার্সিটিতে শিক্ষাদানের জন্য সমস্ত ধরনের পরিকাঠামো এবং পরিবেশ বিদ্যমান। রাজ্যের জনজাতি জাতি ও অন্য মানুষ থেকে শুরু করে গহিঃ রাজ্য থেকেও শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করছে। দেশের ঐতিহ্যবাহী ভাষা সংস্কৃতকে আঁকড়ে ধরে যারাই এই শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছেন উনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদি মানেই উন্নয়ন। উনার নেতৃত্বেই যুবতারায় নতুন সংস্কৃত ইউনিভার্সিটি, জাতীয় সড়ক, মেডিকেল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় গঠিত হচ্ছে। রাজ্যের মন্ত্রী নেতৃত্বরা এবং জনপ্রতিনিধিরা যে সমস্ত কর্মসূচি রাজ্যে বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে সেগুলো পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া কাজগুলো মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এদের মুখ্যমন্ত্রী সফরকালে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ, দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং অন্যান্যরা।

You may also like

Leave a Comment