Home » মনটাং ভেলিতে বিজেপির খোয়াই জেলার বিকাশ তীর্থ কার্যক্রম।

মনটাং ভেলিতে বিজেপির খোয়াই জেলার বিকাশ তীর্থ কার্যক্রম।

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া,৮ই জুন। দেশের যষশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নয় বছর বেমি শাল কার্যকালের বিভিন্ন দিক জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য দেশজুড়ে বিজেপি দল নানান কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে বিকাশ তীর্থ কর্মসূচি পালিত হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। আজ খোয়াই জেলা বিজেপির উদ্যোগে বিকাশ তীর্থ কার্যক্রমের কর্মসূচি পালিত হয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনা ছোড়া এডিসি ভিলেজ এ। নোনাছোড়ার প্রাকৃতিক সৌন্দর্য রাজ্যের পর্যটকদের আকর্ষণ করছে ব্যাপকভাবে। বিশেষ করে ভিলেজের মনতাং ভেলি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের রাজ্যের নাগরিকদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ কুয়াশায় ঘেরা সিলংকেই আমরা বেশি পছন্দ করি। মন্টান ভেলির প্রাকৃতিক সৌন্দর্য যেন শিলং কেও হার মানায়। আজ খোয়াই জেলা বিজেপির উদ্যোগে বিকাশ তীর্থ কার্যক্রমে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কল্যাণপুরের বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি পিনাকী দাস চৌধুরী মন টাঙের প্রাকৃতিক সৌন্দর্য দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে উপভোগ করেন। এবং নেতৃবৃন্দরা রাজ্যের বহি রাজ্যের পর্যটকদের প্রতি আহ্বান রাখেন মনটাং ভেলিতে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই ব্যাপারে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, গত নয় বছর দেশের যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির কার্যকাল বেমিসাল করেছে দেশের উন্নয়নে। প্রধানমন্ত্রীর মার্ক দর্শন এ ই আজ মনটাং ভেলি পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে। মন তাংগের মেঘ কুয়াশায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই সকলের নজর কেড়েছে। আগামী দিনে এই পর্যটন কেন্দ্রটি শুধুমাত্র রাজ্যেই নয় বহি রাজ্যের পর্যটকদেরও আকর্ষণ করবে এবং এই এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন শ্রী মতি রায়। একই ধরনের বক্তব্য রাখেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আজকের কর্মসূচিতে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার বিজেপি দলের দুইজন সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা এবং সমীর দাস, কল্যাণপুরের মন্ডল সভাপতি জীবন, কৃষ্ণপুর মণ্ডল সভাপতি তপন নমঃ দাস সহ অন্যান্য কার্যকর্তারা।

You may also like

Leave a Comment