Home » তাইল্যান্ডে আবার নির্বিচার গুলিবৃষ্টি, মৃত্যু অন্তত চার জনের, অধরা বন্দুকধারী, চলছে তল্লাশি

তাইল্যান্ডে আবার নির্বিচার গুলিবৃষ্টি, মৃত্যু অন্তত চার জনের, অধরা বন্দুকধারী, চলছে তল্লাশি

by admin

দক্ষিণ তাইল্যান্ডে আবার নির্বিচার গুলিবৃষ্টি। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করেছে। কী কারণে গুলি চলল তা স্পষ্ট নয়।শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ৬০০ কিলোমিটার দূরের খিরি রাত নিখোম জেলার সুরাট থানি প্রদেশে গুলি চলার ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা এএফপিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গুলি চালনার ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আর কোনও তথ্য দিতে চায়নি পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, গুলি চালনার ঘটনাটি ঘটেছে প্রাক্তন গ্রাম প্রধানের বাড়ির কাছে। কিন্তু কী কারণে গুলি চলল তা এখনও পরিষ্কার নয়। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তাইল্যান্ডে বন্দুকের মালিকানা পাওয়া বেশ সহজ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সেই কারণেই ইদানীং গুলিচালনার ঘটনার বাড়বাড়ন্ত। গত এক বছরে এই বৃদ্ধি রীতিমতো চোখে পড়ার মতো। গত বছর অক্টোবরে এক প্রাক্তন পুলিশকর্মী নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে ৩৬ জনকে মেরে ফেলেন। তার মধ্যে ২৪টি শিশু।

You may also like

Leave a Comment