41
- ধর্মনগর প্রতিনিধি,,
- আজ দুপুরে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দোর্যোগ বন্যা ও ভূমিধসের মতো বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্ততি বৈঠক। রাজ্য সরকারের নির্দেশানুসারে আসন্ন দশই জুলাই সমগ্র রাজ্য ব্যাপী সব কটি মহকুমা প্রশাসনের উদ্যোগে সচেতনতা মুলক মকড্রিল ঘোষণা করেছে।এরই অঙ্গ হিসেবে আসন্ন ৯ই জুলাই উক্ত মকড্রিল কে সার্বিক ও সুন্দর ভাবে সুসম্পন্ন করতে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আগাম প্রস্তুতি বৈঠকটি।এতে পৌরোহিত্য করেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেব্বর্মা।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া,ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য,ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী,পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা,পানিসাগর নগর পঞ্চায়েতের সহকারী কার্যনির্বাহী আধিকারিক আইনূল হক,পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ পানিসাগর মহকুমার সবকটি লাইন ডিপার্টমেন্ট এর আধিকারিকেরা।উক্ত রাজ্য ভিওিক সচেতনতা মুলক মকড্রিল কে সার্থক রুপ দিতে উপস্থিত ছিলেন পুর্ত দপ্তর,ডি,ডব্লিও,এস, ওয়াটার রিসোর্স,স্বাস্থ্য দপ্তর,আর,ডি সাব ডিভিশন,কৃষি দপ্তর,শারির শিক্ষন মহাবিদ্যালয়,মৎস্য দপ্তর,প্রাণী সম্পদ বিকাশ দপ্তর,তথ্য সংস্কৃতি দপ্তর,সমষ্টি উন্নয়ন আধিকারিক,নগর পঞ্চায়েত দপ্তর,বিদ্যালয় পরিদর্শক দপ্তর,অগ্নি নির্বাপক দপ্তর,আপদামিএ ভলান্টিয়ার,সিভিক ভলান্টিয়ার,১৩ নং টি,এস,আর,এর ডিজাস্টার ম্যানেজমেন্ট এর জোয়ান সহ আধিকারিকেরা।বৈঠকে উপস্থিত প্রতিটি দপ্তরের আধিকারিক সহ পদাধিকারীরা মকড্রিলটিকে সুষ্ঠু ভাবে সুসম্পন্ন করতে নিজ নিজ মতামত ব্যাক্ত করেন।জানা গেছে এই ধরনের মকড্রিল উপস্থাপনা করতে সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।এরই অঙ্গ হিসেবে রাজ্যের আট টি জেলার সবকটি জেলা শাসক কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের নির্ধেশিকা জারি করা হয়।প্রাকৃতিক বিপর্যয় তথা ভূমিকম্প প্রবণ এিপুরা রাজ্য বর্তমানে পাঁচ নম্বর বিপজ্জনক অবস্থানে রয়েছে।তৎসঙ্গে রয়েছে বন্যা ও ভূমিধসের প্রবনতা।বিগত বৎসর সহ এবারকার চলতি বছরেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যায় ও ভূমিধসে একাংশ জনগন কে বাড়িঘর ছেড়ে এান শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।পাশাপাশি লক্ষ লক্ষ টাকার সহায় সম্পদ বন্যার জলে তলিয়ে গিয়ে সর্বশান্ত হয়ে পথে বসতে হয়েছে।তাই এই ধরনের অনাঙ্ক্ষিত বিপর্যয় মোকাবিলায় রাজ্য বাসিকে পরিএান দিতে রাজ্য সরকার কতৃক এই ধরনের সচেতনতা মুলক মকড্রিল উপস্থাপন করে রাজ্যের জনগনকে সচেতন করে তুলছেন।রাজ্য জোরে প্রাকৃতিক বিপর্যয় রোধ সহ বিপর্যয় মোকাবিলা করতে কি কি করণীয় সেই নিয়ে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রাজ্য জোরে এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে নিরলস ভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন।এই মর্মে রাজ্যের সবকটি জেলার প্রতিটি লাইন ডিপার্টমেন্ট কে যুক্ত করে রাজ্য জোরে সার্বিক কল্যাণে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।ধারণা করা হচ্ছে,এই ধরনের মকড্রিল প্রদর্শনের মাধ্যদিয়ে রাজ্যের সমস্ত অংশের জনগন প্রাকৃতিক বিপর্যয় সহ বিপর্যয় মোকাবিলাজ সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ সহ সমস্ত ধরনের ভয়ভীতি কাটিয়ে উটে নিজেদের প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে।