Home » গোমতী জেলায় শ্রমিক সম্পর্ক অভিযান শুরু বিএমএসএর ।

গোমতী জেলায় শ্রমিক সম্পর্ক অভিযান শুরু বিএমএসএর ।

by admin

 প্রতিনিধি, উদয়পুর :- ভারতীয় মজদুর সংঘের সোনালী ৭০ বছর শ্রমিক সম্পর্ক অভিযান শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে । রবিবার গোমতী জেলা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে উদয়পুর জামতলায় তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কনভেনার সুবীর দেববর্মা , ঠেকা কর্মী মহাসংঘের প্রদেশ প্রভারী উত্তম সরকার ও জেলা সভাপতি দ্বিগবিজয় ভাওয়াল , সম্পাদক পার্থসারথি ঘোষ , বিএম এস এর গোমতী জেলার সহ-সভানেত্রী মিনা দেবনাথ ও প্রাক্তন সভাপতি গৌতম দাস সহ প্রমূখ । এদিন স্বাগত ভাষণ রাখেন বিএমএস এর সম্পাদক পার্থ সারথি ঘোষ । অনুষ্ঠান মঞ্চে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত ৭০ বছর ধরে ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের সাথে এক সম্পর্ক গড়ে তুলেছে। যার ফলে এই সংগঠন এক বড় আকারে রূপ ধারণ করেছে। এবার শ্রমিক সম্পর্ক অভিযান গড়ে তোলা হচ্ছে গোটা রাজ্যজুড়ে। প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে এই ধরনের অভিযান ।‌ আগামী দিন আরও বেশি করে সমস্ত অংশের শ্রমিক এবং কর্মচারীদের কে সাথে নিয়ে রাজ্য এবং বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিভিন্ন সমস্যা এবং কর্মচারী থেকে শুরু করে শ্রমিকদের স্বার্থে আরও বেশি করে সংগঠনকে শক্তিশালী ভাবে গড়ে তুলতে একদিকে যেমন কাজ করবে অন্যদিকে সমাজের জন্যেও এগিয়ে আসা হবে। এই দিনের গোটা কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে শুরু করে কর্মচারী সংগঠনের কর্মীরাও অংশগ্রহণ করেন ।

You may also like

Leave a Comment