Home » রাজ্যের আইন শৃঙ্খলা বিনষ্টকারীরা পার পাবেনা : মুখ্যমন্ত্রী

রাজ্যের আইন শৃঙ্খলা বিনষ্টকারীরা পার পাবেনা : মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৮ অক্টোবর।। সারা ভারতে ছোট রাজ্যগুলির মধ্যে আইন-শৃংখলায় পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এই আইন-শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। তাই শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার কমলাসাগরে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বস্ত্র দান কার্যক্রমে অংশ নিয়ে কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এদিন কমলাসাগর কসবেশ্বরী মন্দিরের সন্নিকটে শিব মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা । এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্যী, বিধায়ক অন্তরা দেব সরকার, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, ভাইস চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক প্রমূখ। শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন ৩৫ বছরে রাজ্যের মানুষ হিংসা খুন সন্ত্রাসের সংস্কৃতি দেখেছে। অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যেতেন। কিন্তু এখন তা সম্ভব নয়। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র যারা করবে তারা পার পাবে না। কারণ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছে। এই সরকার মানুষের আস্থা অর্জন করেছে। তাই ২৩ শে বিধানসভা পরবর্তী সময়ে লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে। অন্যান্য বিরোধী দলগুলি কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। তাই নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। উৎসবের দিনগুলিতেও নানা ষড়যন্ত্র হতে পারে। দুষ্টচক্র এই আনন্দ উৎসব বানচাল করার চেষ্টা করতে পারে। তাই তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি । মুখ্যমন্ত্রী বলেন পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। কোথাও কোন ষড়যন্ত্র হলে পুলিশকে খবর দিন। সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এই রাজ্যের বিরোধী দলগুলি পায়ের তলার জমি হারিয়েছে। প্রতিটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। হরিয়ানার বিধানসভা নির্বাচন নিয়েও অনেক কথা হয়েছে। কিন্তু মানুষ নরেন্দ্র মোদিজির সঙ্গে রয়েছে। এ রাজ্যের শান্তি এবং উন্নয়নে কাজ করছে সরকার। মানুষের উন্নয়ন সহ্য হচ্ছে না বিরোধীদের। তাই বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে। সরকারের পাশাপাশি দলীয়ভাবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই গাড়ি থাকবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment