প্রতিনিধি , উদয়পুর :-লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রী আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অরূপ কান্তি দিগার সমর্থনে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন । সোমবার থেকে বুধবার টানা তিন দিন জনসভা থেকে শুরু করে পথসভা ও রোড শো করেন অর্থমন্ত্রী । বুধবার তারকেশ্বর বিধানসভার তারকেশ্বর টাউন ১ নং মন্ডলের অন্তর্গত ২ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ভোট প্রচারে বের হয়ে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতি তুলে ধরেন তিনি। এছাড়া বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী তীব্র আক্রমণ শোনান পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারকে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সিন্ডিকেট রাজ থেকে শুরু করে তোলাবাজি সহ রেশন দুর্নীতি বেড়ে চলেছে এই নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। এছাড়া যেভাবে বিরোধী রাজনৈতিক দল তথা বিজেপি কর্মীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে এই নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ আক্রমণ করতে ছাড়েননি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন নির্বাচনী প্রচারে যেভাবে বাড়ি বাড়ি ভোট প্রচারে সারা পেয়েছেন তাতে করে বিজেপি প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রে অনায়াসে জয় লাভ করতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন অর্থমন্ত্রী। নির্বাচনী প্রচারে সকাল থেকে দুপুর এবং সন্ধ্যায় একদিকে যেমন প্রচার চলছে অন্যদিকে দলীয় বৈঠকেও জোর দিয়েছেন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে । মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চা এবং অন্যান্য মন্ডলের নেতৃত্বেরাও একের পর এক সভা করে চলেছেন অর্থমন্ত্রীকে নিয়ে । মন্ত্রী নিজেও প্রচারে খামতি রাখতে নারাজ । অপরদিকে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরাও ত্রিপুরার অর্থমন্ত্রীকে কাছে পেয়ে একদিকে যেমন প্রচার শুরু করেছেন অন্যদিকে দলীয় সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়েও নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। সবমিলিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপ কান্তি দিগার নির্বাচনী প্রচার ব্যাপকভাবে জমা উঠেছে বলে মনে করছে আরামবাগ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক মহল ।
131
previous post