Home » কাজ করতে গিয়ে মাটি ধ্বসে মৃত্যু হলো দুই(২) নির্মাণ শ্রমিকের

কাজ করতে গিয়ে মাটি ধ্বসে মৃত্যু হলো দুই(২) নির্মাণ শ্রমিকের

by admin

এক মর্মান্তিক ঘটনায় শ্রমিক মহল শোকাহত। আসাম আগরতলা জাতীয় সড়কের প্রশস্তের কাজ করতে গিয়ে মাটি ধ্বসে মৃত্যু হলো দুই(২) নির্মাণ শ্রমিকের। আহত আরো তিনজন।ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৪৭ মাইল এলাকা স্থিত মহাদেব মন্দির সংলগ্ন এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে ।সংবাদের জানা গেছে, দীর্ঘদিন ধরে আসাম আগরতলা জাতীয় সড়কের প্রশস্তের কাজ চলছে। বৃহস্পতিবার জাতীয় সড়কের পাশে পাকা ড্রেন নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকরা ড্রেন নির্মাণের কাজ করে যাচ্ছিল এমন সময় আচমকাই পাহাড়ের পাথর মিশ্রিত মাটি ধ্বসে পড়ে শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই মাটির চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। মৃত দুই শ্রমিক হলেন উদয়পুরের স্বপন মজুমদার (৪২) ও অপরজন হলেন অসমের হুরুপু বরদোলি (২২)। আহত আরো তিনজন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা ও মুঙ্গিয়াকামী থানার পুলিশ। পরে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর দুজনের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকার্য শেষ করে স্বপন মজুমদারের মৃতদেহ সহ আহত তিনজনকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কুলাই হাসপাতালে স্বপন মজুমদারের মৃতদেহ রয়েছে।অপর দিকে হুরুপু বরদোলি’র মৃতদেহ তেলিয়ামুড়া দমকল কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের নিয়ে আসে এবং বর্তমানে তার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের মর্রগে য়েছে।
জানা গেছে,, মৃতদেহ ময়নাতদন্তের পর তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ৪৭মাইল এলাকায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে এদিকে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীসহ যানবাহন চালকদের মধ্য থেকে অভিযোগ ছিল, জাতীয় সড়কের নির্মাণ কাজ করার সময় পাহাড়ের যে মাটি কাটা হচ্ছে, তা বিভিন্ন স্থানে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে বিশালাকার গাছপালা রয়েছে। ঠিক গাছপালা গুলি যেকোনো সময় মাটি সহকারে ধ্বসে পড়া সম্ভাবনা রয়েছে।

You may also like

Leave a Comment