Home » গোলাঘাটিতে বিজেপির বিজয় মিছিল

গোলাঘাটিতে বিজেপির বিজয় মিছিল

by admin

 প্রতিনিধি, বিশালগড় , ৮ জুন।। টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হচ্ছে। বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলছে। বিজয়ের আনন্দে মেতেছে সারা দেশের বিজেপির কার্যকর্তারা। শনিবার গোলাঘাটি বিধানসভার বিজেপির কার্যকর্তারা বিজয় মিছিল করে । লোকসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভায় ২৬৯৭৬ টি ভোট পেয়েছে বিজেপি। বিরোধী জোট পেয়েছে ৫৭৫৯ টি ভোট। দলের বিপুল জয়ে উল্লসিত নেতা কর্মীরা। শনিবার বিকালে এক বিজয় মিছিল এবং সভা অনুষ্ঠিত হয় গোলাঘাটি বিধানসভার শ্যামনগরে। সেখানকার গাঙঠাকুর বাজারে আয়োজিত মিছিলে অংশ নেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ জেলা মন্ডল বুথ স্তরের কার্যকর্তারা। প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার তত্ত্বাবধানে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। ব্যান্ডের তালে গেরুয়া আবির মাখিয়ে আনন্দ উল্লাস করেন জাতি জনজাতি কার্যকর্তারা। আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন বিজেপি একা যে আসন পেয়েছে তার ধারেকাছেও নেই বিরোধী জোট। প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন গোলাঘাটি বিধানসভার সকল কার্যকর্তা একজোট হয়ে কাজ করেছে লোকসভা নির্বাচনে। তাই ২১২২৭ ভোটে বিরোধী দলকে হারানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রেখেছে গোলাঘাটির জাতি জনজাতি ভোটাররা।

You may also like

Leave a Comment