প্রতিনিধি, উদয়পুর :-উদয়পুর মহকুমার অন্তর্গত টি আরকেএস বাগমা সাব ইউনিটের উদ্যোগে শিক্ষক কর্মচারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাগমা কমিউনিটি হল ঘরে । রবিবার দুপুর বারোটায় শুরু হয় আলোচনা সভা। সভার শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিএম এসএর এর জেলা সভাপতি গৌতম দাস। এছাড়া আলোচনা সভায় অংশ নেন বিধায়ক রামপদ জমাতিয়া , টিআরকে এস এর বাগমা ইউনিটের সভাপতি পার্থ মজুমদার , বিএমএস এর মিডিয়া সেলের ইনচার্জ দ্বিগবিজয় ভাওয়াল সহ প্রমূখ । এই দিনের আলোচনা সভায় বিধায়ক রামপদ জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন , বাম আমলে কর্মচারীদের কে দিয়ে মিছিল এবং বিভিন্ন সমাবেশ করানো হতো অফিস সময়ে । কিন্তু বর্তমানে রাষ্ট্রবাদী সরকার এই রাজ্যে আসার পর কোন ধরনের অফিস ফাঁকি দিয়ে কোন সভা অথবা বৈঠক করা হয় না। এছাড়া কর্মচারীদেরকে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে বর্তমান সরকার। এই রাজ্যে এক অভূতপূর্ব উন্নয়নের দিকগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কর্মচারীদের ভূমিকা অনেকটাই বড়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সমস্ত অংশের কর্মচারীদের এক ছাতার তলে আসার জন্য আহ্বান রাখেন বিধায়ক। এই দিনের আলোচনা সভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিহারের আরজেডি নেতা লালু প্রসাদ যাদব কে তীব্র আক্রমণ করেন বিধায়ক রাম পদ জমাতিয়া। একই সাথে এদিন সন্ধ্যা রাতে বিএম এসের উদ্যোগে হদ্রায় ব্যাপক প্রচার করেন টিআরকেএস নেতৃত্বরা । এই দিনের বৈঠকে টিআরকে এস এর শিক্ষক কর্মচারীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।
148
previous post