প্রতিনিধি, তেলিয়ামুড়া।৬ই মার্চ।মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো হর্নবিল ফেস্টিবল ২০২৪ এর।
বুধবার রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই ফেস্টিভ্যালের সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খোয়াই জেলা বন দফতরের উদ্যোগে বড়মুড়া
ইকো পার্কে দুপুর বারোটা থেকে শুরু হয় অনুষ্ঠানের।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তেলিয়ামোড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় এর একান্তিক প্রচেষ্টায় পাঁচ বছর পূর্বে বড়োমুড়া পার্কে শুরু হয়েছিল হর্ন বিল ফেস্টিভ্যাল। মূলত ধনেশ পাখি সম্পর্কেএবং ধনেশ পাখির জীবন শৈলী সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্য সরকার এই উৎসব শুরু করেছিল।এবছর যথারীতি রাজ্য বনদপ্তরের উদ্যোগে হনবিল ফেস্টিবল ২০২৪ কে সামনে রেখে প্রীতি ক্রিকেট ম্যাচ, হাঁটা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে। বড়মুড়া ও তার আশপাশ এলাকার জে এফ এম কমিটিগুলির উদ্যোগে ও স্থানীয়ভাবে করা হয়।বুধবার ছিল এর সমাপন অনুষ্ঠান । এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।এছাড়া ও
উপস্থিত ছিলেন জেলা চিফ কনজারভেটর অফ ফরেস্ট কে শশী কুমার, পিসি সিএফ এস শ্যামল, খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় বরদে, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব সহ বনদপ্তরে অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে জনজাতিদের ঐতিহ্য হজাগিরি,,সহ বিভিন্ন নৃত্য প্রদর্শন করা হয়।
খোয়াই জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের শিল্পী সত্তার ডালি নিয়ে হাজির হয়েছিল এই হর্নবিল অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে আগামী দিনে হর্নবিল উৎসবকে কাজে লাগানোর কথা করেন। একটি সঙ্গে শ্রী দেববর্মা আরও বলেন, আগামী বছর থেকে হন বিল উৎসব তিন দিনের করার জন্য বনদপ্তরের আধিকারিকদের নিকট অনুরোধ রাখেন। এক্ষেত্রে বনদপ্তরের সাথে উপজাতি কল্যাণ দপ্তর ও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আজকের হর্নবিল উৎসবের সমাপ্তি দিনে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো হর্ন বিল উৎসবের।
142