প্রতিনিধি,গন্ডাছড়া ৭ ডিসেম্বর:- আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর ঘর বিজেপি অভিযানের অঙ্গ হিসেবে বুধবার রাইমাভ্যালী মন্ডলের ৪৪ এর ৪১ নং বুথে জন সম্পর্ক অভিযান সংঘটিত করা হয়। এই দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাইমাভ্যালী মন্ডলের ধলাঝাড়ি এডিসি ভিলেজের দেবেন্দ্র পাড়া, তরুণী পাড়া, এবং বাঙ্গাল্যে পাড়ার জনগণের সাথে মতবিনিময়ে মিলিত হয়। কার্যকর্তারা বর্তমান সরকারের শাসনে এলাকার জনগণ কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এবং কি কি অসুবিধা রয়েছে এগুলি জনগণের কাছ থেকে শুনেন। সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডলের কৃষাণ মোর্চার সভাপতি দরবাছা চাকমা, বিরজিৎ চাকমা প্রমুখরা। কৃষাণ মোর্চা সভাপতি দরবাছা চাকমা জানান এদিন সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি ভালো সাড়া পেয়েছেন এবং তারেই নিরিখে ২০২৩ এ বিজেপি আরো ভালো ফলাফল করবে বলে কৃষাণ মোর্চা সভাপতি জানান।
114
previous post