প্রতিনিধি,বিশালগড়, ৭ ডিসেম্বর ।। ঘরে ঘরে বিজেপি অভিযানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। এবার প্রতিটি মোর্চা পৃথকভাবে জনসম্পর্ক অভিযান শুরু করেছে। রাজ্যের সকল চাষীদের কাছে পৌঁছে যাবে কৃষাণ মোর্চার কার্যকর্তারা। বুধবার বিশালগড় মন্ডলে রাজ্য ব্যাপি কর্মসূচির শুভারম্ভ হয়। এদিন সকাল ৮ টায় বিশালগড় মন্ডলের বিশালগড় পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডে জন সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কৃষাণ মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা, প্রদেশ সম্পাদক রাজন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা (উত্তর) জেলা কৃষাণ মোর্চার সভাপতি মনীষ সরকার, বিশালগড় মন্ডল কৃষাণ মোর্চার সভাপতি বিপ্লব সাহা, বিশালগড় পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রতন দেব, বিজেপি জেলা কমিটির সদস্য লিটন সাহা প্রমূখ। কৃষাণ মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা সাংবাদিকদের জানান রাজ্য ব্যাপি কৃষাণ মোর্চার জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। আজ বিশালগড় মন্ডলে এই কর্মসূচির উদ্বোধন হয়। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে জনসম্পর্ক অভিযান । কৃষাণ মোর্চার কার্যকর্তারা রাজ্যের প্রত্যেকটি কৃষকের বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযান করবেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কৃষকদের কল্যাণে যে সকল উন্নয়নমূলক কাজ করেছে সেগুলি নিয়ে চাষীদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বলেন কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে বিজেপি। কৃষাণ সম্মান নিধি প্রকল্পে বছরে ছয় হাজার টাকা করে পেয়েছে। ফসল বিমা যোজনায় ক্ষতিগ্রস্থ চাষীরা সুবিধা পেয়েছে। কেসিসি লোন দেওয়া হচ্ছে স্বল্প সুদে। রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান কিনছে। সার ঔষধ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করছে। রাজ্যের চাষীরা সিপিএমের চাঁদার জুলুম থেকে মুক্তি পেয়েছে। কৃষকদের সংগঠিত করে তেইশে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানান। কারণ বিজেপি একমাত্র কৃষকদের বন্ধু।
122
previous post
গন্ডাছড়া মহকুমা এলাকার কৃষকদের মধ্যে আলু বিতরণ করা হয়
next post