Home » চারার পরিবর্তে অঙ্কুরিত ধানের বীজ লাগিয়ে পরীক্ষামূলক ধান চাষ লঙ্কামুড়ায়

চারার পরিবর্তে অঙ্কুরিত ধানের বীজ লাগিয়ে পরীক্ষামূলক ধান চাষ লঙ্কামুড়ায়

by admin

প্রতিনিধি মোহনপুর :- ধানের চারা রোপনের পরিবর্তে অঙ্কুরিত বীজ রোপন করে ধান চাষের পরীক্ষা শুরু করল কৃষি দপ্তর। বৃহস্পতিবার লঙ্কা মোড়ায় এলাকার কৃষকের জমিতে পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে অঙ্করিত ধানের বীজ। সাফল্য এলে আগামী দিনে রাজি বৃহৎ পরিসরে এই চাষ প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা রয়েছে দপ্তরের।
এতদিন যাবত ধানের চারা তৈরি করার পর সেই চারা রোপন করা হতো জমিতে। কিন্তু এখন হয়তো এই প্রক্রিয়া বদলাবার সময় এসেছে। রাজ্যের কৃষি দপ্তরের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন, হায়দ্রাবাদ আইসিএআর এবং আইআইআর যৌথভাবে পরীক্ষামূলক এই চাষ প্রক্রিয়ায় অবতীর্ণ হয়েছে। বৃহস্পতিবার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের জয়েন্ট ডাইরেক্টর ডঃ উত্তম সাহা জানান যে প্রক্রিয়ায় ধানের বীজ রোপন করা হয়েছে তাকে বলা হয় ডিএসআর। এই প্রক্রিয়ায় ধানের বীজ রোপন করলে প্রায় ২০ দিন সময় বেঁচে যাবে কৃষকদের। পাশাপাশি ২০ সেন্টিমিটার বাই ২০ সেন্টিমিটার দূরত্বে এই বীজ রোপন করার পর তার উৎপাদন প্রক্রিয়া দেখা হবে বলে জানিয়েছেন ডক্টর উত্তম সাহা। তিনি আরো জানান এই এলাকার কৃষক বিষ্ণুপদ আধিকারির জমিতে দুটি ভাগে অঙ্কুরিত ধানের বীজ রোপন করা হয়েছে। যদি এখান থেকে ভালো উৎপাদন হয় তাহলে আগামী দিনে এই প্রক্রিয়া নিয়ে দপ্তর নতুন কিছু ভাবতে পারে বলে জানিয়েছেন তিনি। এই ধানের বীজ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটায়া কৃষি মহাকুমার এগ্রি সুপার্যান্টের রাজু রবিদাস, সেক্টর অফিসার এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

You may also like

Leave a Comment