রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর বিপুল জয় এবং মোদীজির নেতৃত্বে দেশে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় পশ্চিম ত্রিপুরার বিভিন্ন বিধানসভা ভিত্তিক চলছে অভিনন্দন রেলি এবং বিজয় সমাবেশ। এর ব্যতিক্রম ঘটেনি খোয়াই মহাকুমাতেও। খোয়াই মহকুমার রামচন্দ্র ঘাট, খোয়াই এবং আশারাম বাড়ি তিনটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে অভিনন্দন রেলি ও বিজয় উৎসব সম্পন্ন করে নিয়েছে দলের নেতৃত্ব এবং কার্য কর্তাগণ। শুক্রবার রামচন্দ্র ঘাট মণ্ডল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক বিজয় উৎসব। দলের বিপুল জয়ে দলীয় কার্য কত্তাগণ গেরোয়া আবির মেখে, বাজি ফটকা পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। এবছর দেশের অষ্টার্দশ লোকসভা নির্বাচন ছিল এক ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনে একদিকে বাজপা নেতৃত্বাধীন জোট, অপরদিকে প্রতিপক্ষ হিসেবে দেশের সমস্ত বিরোধী দল ইন্ডিয়া জুট নামে ক্ষমতা দখলের লড়াইয়ে নির্বাচনে অবতীর্ণ হয়। তবে সবকিছুকে ছাপিয়ে দেশের শাসন ক্ষমতায় তৃতীয়বার বাজপা সরকার প্রতিষ্ঠিত হয়। আর এই বিশাল জয়ের দৌলতে বৃহস্পতিবার সকলকে অভিনন্দন জানিয়ে খোয়াই মন্ডলের উদ্যোগে এক ধন্যবাদ রেলি আয়োজিত হয় খোয়াই শহরে। রেলিটি বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ খোয়াই অফিসটিলা রোড স্থিত মন্ডল কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে সুভাষ পার্ক, নিপেন চৌমুহনী, বনকর, কবিগুরু পার্ক, পুরান বাজার, দুর্গানগর, লাল ছাড়া, জি এ বি চৌমুহনী এবং পুনরায় সুভাষ পার্ক হয়ে মন্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিন রেলির অগ্রভাগে ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস, সম্পাদক প্রণব দেবনাথ এবং মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন রেলি উপলক্ষে বাজি ফটকা পুড়িয়ে,গেরুয়া আবিরে রঞ্জিত হয়ে, ঢাকের তালে নেচে নেচে আনন্দ উল্লাসে মেতে উঠে দলীয় কার্যকর্তাগণ। রেলি শেষে মন্ডল কার্যালয়ের সামনে দলীয় কার্য কর্তাদের সম্মোধন করতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, এই জয় এক ঐতিহাসিক জয়। দেশবাসীর সার্বিক কল্যাণ সাধন সহ বিশ্ব দরবারে ভারতকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে। তবে আমরা আশাবাদী ছিলাম আরো অধিক আসন পাব। যাই হোক তৃতীয়বার মোদীজির নেতৃত্বে দেশে বাজপা নেতৃত্বাধীন সরকার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য তিনি সমগ্র খোয়াইবাসীকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি এখনো যারা বিভ্রান্ত হয়ে বিরোধী শিবিরে অবস্থান করছেন তারা ভাজপা দলে সামিল হয়ে দেশের সার্বিক বিকাশে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। এদিকে শুক্রবার রামচন্দ্র ঘাট মণ্ডল কার্যালয়ের সম্মুখে আয়োজিত বিজয় সমাবেশ বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা,মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
151
previous post