প্রতিনিধি, বিশালগড় , ৭ জুন।। সমারোপ কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হলো রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের আসাম ক্ষেত্রের কার্যকর্তা বিকাশ বর্গ প্রথম ( সামান্য )। গত ১৯ মে আগরতলার পূর্ব চাম্পামুড়া স্থিত সেবাধামে এই বিকাশ বর্গ শুরু হয়। টানা একুশ দিন শারীরিক বৌদ্ধিক প্রশিক্ষণ শেষে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় সমারোপ কার্যক্রম। উত্তর পূর্ব ভারতের পাঁচটি প্রান্ত থেকে ১৫১ জন শিক্ষার্থী বিকাশ বর্গে অংশ নেন। ২৩ জন শিক্ষক, ৪১ জন প্রবন্ধক এই বর্গ পরিচালনা করেন। এরমধ্যে পাঁচ দিন সেবাধামে অবস্থান করে মার্গ দর্শন করেন সরসঙ্ঘচালক ড: মোহন ভাগবত। বর্গে একদিন মাতৃহস্তে ভোজন পর্ব অনুষ্ঠিত হয় । শুক্রবার সমারোপ কার্যক্রমের শুরুতে গৈরিক ধ্বজ উত্তোলন, ধ্বজ প্রণাম শেষে প্রার্থণা পর্বে অংশ নেন স্বয়ং সেবক সহ উপস্থিত নাগরিকরা। শিক্ষার্থীরা ব্যায়াম যোগ, ভারতীয় রচনায় ব্যান্ডের তালে সঞ্চালন, সমতা, নিযুদ্ধ, দন্ডযুদ্ধ ইত্যাদি প্রদর্শন করেন। অমৃতবচন, একক গীত, সামুহিক গীত পরিবেশন করেন স্বয়ং সেবকরা। বর্গ কার্যবহ সঞ্জয় দাস পরিচয় পর্ব সম্পন্ন করেন। মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সঙ্ঘের আসাম ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়া। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রতন দেবনাথ এবং বর্গ সর্বাধিকারী প্রদীপ শাইকিয়া। মুখ্য বক্তা বশিষ্ঠ বুজরবরুয়া বলেন সংগঠিত সমাজ বৈভবশালী ভারত গড়ার সংকল্প নিয়ে নিরন্তর কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। জীবনে যে পেশাতে যুক্ত থাকিনা কেন সেবার ভাবনা নিয়ে সমাজের মঙ্গলের জন্য কাজ করতে হবে সবাইকে। ভারত বিশ্বগুরু ছিল। আবার ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে দেখতে চাই আমরা। বৃষ্টিস্নাত বিকালে সমারোপ কার্যক্রম উপভোগ করতে সমাজের বিভিন্ন স্তরের নাগরিক এবং স্বয়ং সেবকরা উপস্থিত ছিলেন।
162