দিব্যেদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সংস্থার কনফারেন্স হলে মঙ্গলবার লুকাউক্ত বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে শিবিরের সূচনা করেন লুকাউক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, লোকাউক্ত রেজিস্টার বি কে রায়, পঞ্চায়েত দপ্তরের জয়েন ডিরেক্টর অসিত কুমার দাস, খোয়াই মহকুমা প্রশাসনের ডিসি জুসেফ দেববর্মা প্রমূখ। শিবিরের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে লোকাউক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য লুকাউক্ত কি ও কিভাবে কাজ করে তা বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বলেন আইন উপকারের জিনিস, আইনকে ব্যবহার করে জনগণের স্বার্থে এক দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনসংখ্যা নিয়ন্ত্রনে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। লোকাউক্ত রেজিস্টার বি কে রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন লুকাউক্ত কি এবং তার অভিযোগ কিভাবে দাখিল করা যায় এই বিষয়ে সবিস্তারে শিবিরে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেন। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন লুকাউক্ত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও নিজেদের সচেতন করার সাথে সাথে দুর্নীতিমুক্ত ভারত গঠনে সকলের প্রতি আহ্বান যানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর মনোজ সিং সোচান। শিবির শুরুর পূর্বে লোকাউক্ত কল্যাণ নারায়ন ভট্টাচার্য কৃষিবিজ্ঞান কেন্দ্রে একটি নারিকেল চারা রোপন করেন। এই দিন শিবিরে জেলার বিভিন্ন এলাকার কৃষকগণ ও এস এইস এস গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিব্যেদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সংস্থার কনফারেন্স হলে মঙ্গলবার লুকাউক্ত বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
189