Home » বিধায়কের পদক্ষেপে স্কুলের উন্নয়ন কাজ শুরু

বিধায়কের পদক্ষেপে স্কুলের উন্নয়ন কাজ শুরু

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড় মধ্য লক্ষীবিল স্থিত সরকার টিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সোমবার দুপুরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্জলন করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব । বিদ্যালয়ের প্রাতঃ বিভাগ এবং দুপুর বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা সুসংগঠিত পিটি প্রদর্শনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেববর্মা। তাছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্যামল দেবনাথ। বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি মিড-ডে-মিল ডাইনিং হলের দাবী সনদ তুলে দেওয়া হয় বিধায়কের হাতে। দাবি সনদ হাতে পেয়েই বিধায়ক সুশান্ত দেব অনুষ্ঠানে বসেই সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে মিড-ডে-মিলের ডাইনিং হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিধায়কের তাৎক্ষণিক পদক্ষেপে বিদ্যালয়ে ছুটে যান ব্লকের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা। ডাইনিং হলের জন্য জমি নিরুপন করে ইঞ্জিনিয়ার গণ। খুব শীঘ্রই শুরু হবে মিড ডে মিলের ডাইনিং হল নির্মাণ কাজ। এতে অত্যন্ত খুশি ব্যক্ত করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার পরামর্শ দেন । তিনি বলেন শুধুমাত্র বছরে একদিন ক্রীড়া প্রতিযোগিতা নয় প্রতিদিন ছাত্র-ছাত্রীদের মাঠে থেকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। সবশেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক দাস, উপপ্রধান রুমা দাস, পঞ্চায়েত সমিতি সদস্যা সোমা দাস ঘোষ প্রমুখ।

You may also like

Leave a Comment