প্রতিনিধি,বিশালগড়।। অতিথি পশুপাখির আগমন ঘটলো সিপাহীজলা অভয়ারণ্যে। সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে নানা প্রজাতির পশুপাখি এসে পৌঁছল সিপাহীজলায়। অতিথি পশুপাখিদের স্বাগত জানাতে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল সিপাহীজলা অভয়ারণ্যে। নতুন পশুপাখিদের জন্য তৈরি করা হয় বিজ্ঞানসম্মত ঘর। সিপাহীজলা অভয়ারণ্যের গরিমা পুনরুদ্ধার এবং দর্শনার্থীদের ভিড় বাড়াতে সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে দুটি রয়েল বেঙ্গল টাইগার ,দুটি চিতা,চারটি গোল্ডেন পিজন,চারটি সিলভার পিজন,চারটি হীল ময়না,দুইটি ময়ূর নিয়ে আসে । কেন্দ্রীয় চিড়িয়াখানার আইন অনুযায়ী কোন চিড়িয়াখানা থেকে অর্থের বিনিময়ে কোন পশু বা পাখিকে আনা যাবে না অন্য কোন চিড়িয়াখানায়। যদি আনতে হয় বিনিময় প্রথার মাধ্যমেই আনতে হয়। সেই আইনকে মান্যতা দিয়ে সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষ শিলিগুড়ি চিড়িয়াখানার হাতে দুটো সিংহ, দুইটি ল্যাপট কেট, চারটি চশমা বানর প্রদান করে। সিপাহীজলা অভয়ারণ্যের এই পশু গুলির বিনিময়ে শিলিগুড়ি চিরিয়াখানা থেকে নতুন পশুপাখি নিয়ে আসা হয়।
175