Home » সংখ্যালঘু মোর্চার কমিটি গঠিত

সংখ্যালঘু মোর্চার কমিটি গঠিত

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার মন্ডল কমিটি পুনর্গঠন করা হয়েছে। মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আজ কৈলাসহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার মণ্ডল কমিটি পুনর্গঠন করা হয়।উক্ত মণ্ডল কমিটিতে আশরাফুজামান রফিকে সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।অপরদিকে নজরুল ইসলাম গনি এবং আরিফ আলীকে কৈলাসহর মন্ডল সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।পাশাপাশি রুপ মিয়াকে মন্ডল সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তি করা হয়। অনুরূপভাবে মইজুল আলী,কুদ্দুস আলী, বাসিদ আলী,মমতা বেগম, কৈলাসহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার সম্পাদক হিসাবে নিযুক্তি করা হয়। এছাড়াও আব্দুল নুর অফিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন।আজ মোট ২১ জন নিয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার মন্ডল কমিটি পুনর্গঠন করা হয়।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফুজ্জামান রফি,জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আক্তারুল হোসেন, কৈলাসহর বিজেপি মন্ডলের সহ-সভাপতি মতাসির আহমেদ,কৈলাসহর বিজেপি মন্ডলের সম্পাদক মনসুর আলী,বি এল এ শ্যামল বার্মা থেকে শুরু করে আরো অনেকে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ডল সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফুজ্জামান রফি বলেন নবাগতদের স্থান দেওয়া হয়েছে এই কমিটিতে।সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় সকলকে নিয়ে কাজ করতে অভ্যস্ত এই দল।তাই আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করতে একত্রিত হয়ে মাঠে নামবে সংখ্যালঘু মোর্চা।

You may also like

Leave a Comment