119
বীরচন্দ্র একলব্য রেসিডেন্টাল মডেল স্কুলে ক্লাস ১০ এ পাঠরত ছাত্রের ঝুলন্ত মৃতমৃত দেহ উদ্ধার।
ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার সকালবেলা শান্তির বাজার থানার নিকট খবর আসে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র একলব্য রেসিডেন্টাল মডেল স্কুলের ক্লাস ১০ এ পাঠরত ছাত্র সান জমাতিয়া ( ১৭ ) হোষ্টেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে মৃতদেহ ময়নাতদন্তেরজন্য শান্তির বাজার জেলা হাসাপাতলে নিয়ে আসে। শান জমাতিয়ার অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে এ এস আই মরন বৈদ্য জানান হোষ্টেলের ছাত্রদের জিঞ্জেসাবাদ প্রাথমিকভাবে জানাযায় ভালোবাসা জনিতকারনে এই আত্মহত্যা। মৃতদেহ ময়নাতদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদেরহাতে তুলে দেওয়াহবে। জানাযায় মৃত ছাত্র অমরপুরের বাসিন্দা।