Home » সরকারের চালিকা শক্তি হচ্ছে কর্মচারী : বললেন রামপদ

সরকারের চালিকা শক্তি হচ্ছে কর্মচারী : বললেন রামপদ

by admin
  • প্রতিনিধি, উদয়পুর :- রবিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান উৎসব ও গোমতী জেলার এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয়।‌ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মজদুর মনিটরিং সেলে সভাপতি বিপ্লব কর, রাজ্য মজদুর মনিটরিং সেলের ও আশা ফেসিলেটর সম্পাদিকা সেবিকা চৌধুরী, বিবেকানন্দ বিচারমঞ্চের রাজ্য কমিটির সদস্য দীপেন ভৌমিক, রাজ্য মনিটারিং সেলের সদস্য বিপ্লব দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানে ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। এক দিবসীয় কনভেশন অনুষ্ঠান শেষে বিধায়ক রাম পদ জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন , কর্মচারীদের বদলির কথা চিন্তা না করে কর্মক্ষেত্রে আরও অধিক মনোনিবেশ করার আহবান জানান এবং কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে অধিকতর সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেন।
    এছাড়াও বিবেকানন্দ বিচারমঞ্চের রাজ্য কমিটির সদস্য দীপেন ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সমাজব্যবস্থায় দেখা যাচ্ছে সমাজের মানুষের মধ্যে একটা আত্মকেন্দ্রিকতার প্রবণতা যেন জেগে আছেন। এই আত্মকেন্দ্রিক মনোভাব যাতে এটা থেকে আমরা দূরে থাকতে পারি আমরা যাতে সমাজের মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি আদর্শকে পাথেয় করে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ ধরা পরিচালিত হয়ে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের ছাত্র ছায়ায় সামিল হয়েছেন। পাশাপাশি বেশ কিছু দাবি সনদ নিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া কাছে পেশ করেন। দাবি গুলি হল , সর্বশিক্ষার শিক্ষকদের ত্রিপুরা মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী নিয়মিত করতে হবে। সমস্ত দপ্তরের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের ন্যায় সমস্ত এলাউন্স প্রদান করতে হবে ইত্যাদি। গোটা অনুষ্ঠানে সরকারি কর্মচারী থেকে শুরু করে অন্যান্য বিভাগের লোকেদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment