Home » বিশালগড় আনন্দমার্গ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশালগড় আনন্দমার্গ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৫ জানুয়ারি।। বিশালগড় আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার বিশালগড় কড়ুইমুরা স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। তাছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক গৌতম ঘোষ, প্রসেনজিৎ রায়, রিটায়ার্ড অফিসার সাধন দেবনাথ, বিদ্যালয়ের পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান শিব সজল ভৌমিক,বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রাণ গোপাল গোস্বামী সহ অন্যান্যরা। অতিথিরা শ্রী শ্রী আনন্দমূর্তি জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। স্কুলের ছাত্র ছাত্রীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। বিদ্যালয়ের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একে একে । এইদিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি বলেন পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত আবশ্যক। কারণ খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দৈহিক এবং মানসিক বিকাশ ঘটে থাকে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়াশোনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে ।

You may also like

Leave a Comment