প্রতিনিধি, উদয়পুর :-প্রতিদিন উদয়পুর মহকুমা জুড়ে ছোট বড় গাড়ি দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনার জেড়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিদিন এক ভয়ের পরিবেশ বিরাজ করে। রবিবার দুপুরে বিজেপির গোমতী জেলা কমিটির অন্যতম সম্পাদক উমাকান্ত বিশ্বাস দলীয় কাজে কাকরাবন যাওয়ার পথে বাইকের সাথে যাত্রীবাহী বাসের সংঘাত ঘটে । এর ফলে দুর্ঘটনা কবলে পড়ে উমাকান্ত বিশ্বাস । দুর্ঘটনার পর পথ চলতি সাধারণ জনগণ বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বলে জানা যায় স্থানীয় সূত্রে। দমকল কর্মীরা গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । পরে দুর্ঘটনার খবর পেয়ে কাকরাবন কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে হাসপাতালে ছুটে যান উমাকান্ত বিশ্বাসকে দেখার জন্য । কথা বলেন চিকিৎসকদের সাথে । পরে বিধায়ক জানান , বর্তমানে তার শারীরিক অবস্থা যথেষ্ট স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে ।
147