Home » হিট এন্ড রান বিলকে ধিক্কার জানিয়ে ধর্মনগরের ওয়েল ট্যাংকার চালকদের একদিনের কর্ম বিরতি।

হিট এন্ড রান বিলকে ধিক্কার জানিয়ে ধর্মনগরের ওয়েল ট্যাংকার চালকদের একদিনের কর্ম বিরতি।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
কেন্দ্রীয় সরকারের সংসদে হিট এন্ড রান বিলকে কার্যকরী করতে যে প্রস্তাব আনা হয়েছে এই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে শুক্রবার ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল এবং আসাম ওয়েলের ওয়েল ট্যাংকার চালকরা একদিনের কর্ম বিরতি পালন করে। এই বিল কে কোনোমতেই যেন সংসদে পাস হতে দেওয়া না হয় তার পক্ষে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে সামিল হয় ধর্মনগরের ওয়েল ট্যাঙ্কার চালকরা। তারা জানায় যদি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকতো তাহলে তারা কেনই বা গাড়ি চালাত। আর সাথে সাত বছরের জেল তাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার শামিল করা হয়েছে এই বিলে। তারা সরকারের কাজে সন্তুষ্ট এবং সরকারের সাথে রয়েছে তবুও এই বিল চালকদের স্বার্থের পরিপন্থী হওয়ায় তা তারা মেনে নিতে পারছে না। প্রয়োজনে এই বিল পাস না হওয়ার জন্য চালকরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হবে এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে দেশকে অচল করে দেবে বলে হুমকি দেয়।

You may also like

Leave a Comment