Home » দেওয়ান পাশাস্থিত প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে রাজ্যের সারা জাগানো বিশ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট।

দেওয়ান পাশাস্থিত প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে রাজ্যের সারা জাগানো বিশ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আগামী ২০ জানুয়ারি থেকে ধর্মনগরের দেওয়ান পাশাস্থিত প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে এক সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্ট কে সামনে রেখে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন উদ্যোক্তারা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিমল বিশ্বাস, সম্পাদক বাপ্পা কর , কার্যকরী সদস্য ডঃ তমজিত নাথ এবং বিপ্রদাস বিশ্বাস। নেশার কোবল থেকে যুবকদের সরিয়ে নিয়ে মাঠমুখি করার রাজ্য সরকারের যে পরিকল্পনা এই পরিকল্পনাকে সার্থক বাস্তবায়ন করতে পি ওআইসি ক্লাবের এই উদ্যোগ বলে জানান সভাপতি বিমল বিশ্বাস। মনতলা স্থিত মাঠে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে রয়েল এনফিল্ড বাইক, রানার্স দলকে দেওয়া হবে স্কুটি এবং ম্যান অফ দা টুর্নামেন্ট যে হবে তাকে দেওয়া হবে ওয়াশিং মেশিন। প্রত্যেক দলে বহি রাজ্যের অধিকতম পাঁচজন খেলোয়াড় খেলতে পারবে তবে অবশ্যই স্থানীয় ৬ জন খেলোয়াড় প্রতি দলে থাকতে হবে। বিকি বলে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং রাজ্য ক্রিকেট এসিজেশনের যে নিয়মকান রয়েছে তা মান্য করে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি দলের জন্য এন্ট্রি ফি বাবদ সাড়ে তিন হাজার টাকা ধার্য করা হয়েছে। ক্রিকেটকে স্বচ্ছ এবং ভদ্রস্ত রাখার জন্য মাঠের মধ্যে অসৎ আচরণের কারণে খেলোয়ারদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রতি খেলোয়াড়ের আধার কার্ডের এবং রেশন কার্ডের নকল কর্তৃপক্ষকে দিতে হবে। প্রতিদিন সকাল আটটা ৪৫ এর মধ্যে যেদিন যে টিমের খেলা থাকবে সেই টিমকে উপস্থিত থাকতে হবে এবং নয়টা পনেরো মিনিটে খেলা শুরু হবে। জানুয়ারি ১৭ তারিখ পর্যন্ত এন্ট্রি ফি হিসেবে দলকে গ্রহণ করা হবে। উল্লেখ্য এই ক্লাবের উদ্যোগে ধর্মনগরে ২৫ বছর আগে প্রথম ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। এবারো কয়েকটি ম্যাচ ডে নাইট করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। যেভাবে উদ্যোক্তারা এই টুর্নামেন্ট কে সফল করতে এগিয়ে চলেছে তা রাজ্যের মধ্যে একটি নজির সৃষ্টিকারী টুর্নামেন্ট হবে বলে আশা করা যাচ্ছে। এই টুর্নামেন্ট কে ঘিরে এখন থেকেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থানীয় দলগুলি বহিরাজ্যের খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছে যার যার দলকে অধিকতম শক্তিশালী হিসেবে উপস্থাপন করার জন্য।

You may also like

Leave a Comment