Home » সিপিএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ৩৫ পরিবারের ৯৩ ভোটার বিজেপি দলে যোগদান করেন।

সিপিএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ৩৫ পরিবারের ৯৩ ভোটার বিজেপি দলে যোগদান করেন।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া 5 নভেম্বর:- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে শুক্রবার রাতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন গঙ্গানগর বাটা পাড়ায় সিপিএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ৩৫ পরিবারের ৯৩ ভোটার বিজেপি দলে যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ স্থানীয় নেতৃত্ব মন্ত রায় রিয়াং, রমেঞ্জয় রিয়াং, মতেন্দ্র রিয়াং প্রমুখরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। সেখানে মন্ডল সভাপতি কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন দীর্ঘ বাম জামানায় বিশেষ করে প্রত্যন্ত এলাকার জনজাতিরা শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা সবদিক থেকে পিছিয়ে ছিল। ২০১৮ সালে রাজ্যের শাসন ক্ষমতায় প্রথম বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশেষ করে জনজাতি’দের আত্ম’সামাজিক মান উন্নয়নে একের পর এক কাজ শুরু করে। মাত্র ছয় বছরে বর্তমান সরকারের শাসনে জনজাতি এলাকা গুলিতে পানীয় জল,বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, ভালো রাস্তাঘাট নির্মাণ করা হয়। এমনকি জনজাতিরা সরকারি বিভিন্ন প্রকল্পেরও সুবিধা পাচ্ছে। এর ফলস্বরূপ জনজাতিরা এখন অর্থনৈতিকভাবে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। বিজেপি সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজে জনজাতিরা দারুন খুশি। তাইতো প্রায় প্রতিদিনই বিরোধী দল ত্যাগ করে প্রচুর সংখ্যক ভোটার বিজেপি দলে সামিল হচ্ছেন। মন্ডল সভাপতি জানান যে গতিতে বিরোধী দলের ভাঙ্গন চলছে তাতে সহজেই অনুমান করা যাচ্ছে রাইমাভ্যালীতে বিরোধী শূন্য এখন শুধু সময়ের অপেক্ষা।

You may also like

Leave a Comment