লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে দলবদলের পালা।পাহাড় থেকে সমতল এখন সকলেই বিজিপি মুখী। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল এবং মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে দলে মানুষ ভীড়ছেন বিজেপি পতাকা তলে। সোমবার আশারাম বাড়ি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ঘটিয়া তল এলাকায় ৬৫ পরিবারের ১৮৮ জন ভোটার সিপিআইএম, তিপ্রা মথা দলত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন, বিজেপির খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী। যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সম্পাদক সমীর দাস, আশারাম বাড়ি মন্ডল সভাপতি প্রদীপ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন দল ত্যাগীরা এক সাক্ষাতে জানান বিজেপি দলের বিকল্প কোন দল হতে পারে না। জাতীয় এবং রাজ্য স্তরে মোদীজির নেতৃত্বে যে জনকল্যাণমুখী কর্মকাণ্ড চলছে সেই কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্য আমরা দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছি। আগামী দিনে সেই কর্মযজ্ঞ কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা নিরলস ভাবে কাজ করে যাব। এদিন যোগদান সভায় জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী বলেন গত ৯ বছরে দেশের সামগ্রিক উন্নয়নে মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একটা ইতিহাস সৃষ্টি করেছে। এই যে মাইলস্টোন তৈরি হয়েছে তা কেউ ভাঙতে পারবে না। দুর্নীতিমুক্ত প্রশাসন ,সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। জলের ব্যবস্থা বিদ্যুৎ সংযোগ উজ্জ্বলা যোজনায় গ্যাস, রাস্তাঘাট নির্মাণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ, শৌচালয়, মায়েদের জন্য এস এইস জি গ্রুপ তৈরি করে স্বাবলম্বী করতে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিশন মুডে কাজ করছে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা চালু হয়েছে। সবশেষে তিনি এখনো যারা বিভ্রান্ত হয়ে বিরোধী শিবিরে রয়ে গেছেন তাদের প্রতি সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান।
141
previous post