Home » কে বলল বাঙালি ব্যবসা বোঝে না! কয়লার দাম কমান, ‘বিপন্ন’ আদানিকে চিঠি হাসিনা সরকারের

কে বলল বাঙালি ব্যবসা বোঝে না! কয়লার দাম কমান, ‘বিপন্ন’ আদানিকে চিঠি হাসিনা সরকারের

by admin

কে বলে বাঙালি ব্যবসা বোঝে না? কারা অভিযোগ করেন, সময়োচিত সিদ্ধান্ত নিতে বাঙালি গড়িমসি করে? বিপাকে পড়া আদানি গোষ্ঠীকে তাপবিদ্যুৎ প্রকল্পের কয়লার দাম কমানোর কথা বলে শেখ হাসিনার সরকার বুঝিয়ে দিল, কর্পোরেট সংস্থার মতোই দ্রুত সাহসী আর্থিক পদক্ষেপ করতে তারা সক্ষম। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়লার আমদানি মূল্য কমানোর জন্য আলোচনা চেয়ে আদানি গোষ্ঠীকে চিঠি দিয়েছে তারা। হামিদ বলেছেন, ‘‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা কম দামে কয়লা পাচ্ছি। আদানির ক্ষেত্রেও ওই দামেই কয়লা পাওয়ার জন্য আমরা আলোচনার পথে হাঁটতে চাই।

You may also like

Leave a Comment