122
মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হল গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত সে রাজ্যে ৫৯ শতাংশ ভোট পড়়েছে। তবে প্রত্যন্ত অঞ্চল থেকে ভোটদানের পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া গেলে সামগ্রিক হার আর একটু বাড়তে পারে। গুজরাতের প্রথম দফার নির্বাচনে ৬০.২ শতাংশ ভোট পড়েছিল। ৫ বছর আগে ২০১৭ সালে মোদী-রাজ্যে ভোটদানের হার ছিল ৬৫ শতাংশ। সেই তুলনায় দ্বিতীয় দফার নির্বাচনেও ভোটদানের হার নিম্নমুখী রইল গুজরাতে।