প্রতিনিধি, বিশালগড় , ৫ ডিসেম্বর ।।
করোনা মহামারীর পরিস্থিতির জন্য স্কুল বন্ধ থাকায় দুই বছর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা সম্ভব হয়নি। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর প্রতি বছর নবম শ্রেণীর সকল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করে। একসময় বিপিএল পরিবারের ছাত্রীরা পেতেন বাইসাইকেল। আজ সেই নবম শ্রেণির সকল ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করছে সরকার । এবছর বিদ্যালয় শিক্ষা দপ্তর বিগত বছরের বকেয়া বাইসাইকেলগুলি ছাত্রীদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয় । সারা রাজ্যে বাইসাইকেল বিতরণ শুরু হয়েছে। সোমবার কমলাসাগর বিধানসভার কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয়ের ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা। তিনি বলেন ছাত্রীদের বিদ্যালয় মুখী করার জন্য নবম শ্রেণির সকল ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হচ্ছে। একসময় শুধু বিপিএল পরিবারের ছাত্রীদের সাইকেল দেয়া হতো। কিন্তু বর্তমান সরকার সকল ছাত্রীদের বাইসাইকেল প্রদান করছে।
কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয়ে বাইসাইকেল বিতরণ
104