Home » বর্তমান রাজ্যসরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করেযাচ্ছে

বর্তমান রাজ্যসরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করেযাচ্ছে

by admin

প্রতিনিধি শান্তির বাজার: বিধায়ক প্রমোদ রিয়াং এর উন্নয়ন্মুখী পরিকল্পনায় কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের হাতধরে শিক্ষার মান উন্নয়নে  একইদিনে তিনটি প্রকল্পের শুভ সূচনাকরাহলো।

বর্তমান রাজ্যসরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করেযাচ্ছে।  রাজ্যে সরকার গুনগত মান উন্নয়নের শিক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করেযাচ্ছে।  সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম বোকাফা দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যালয়ের দ্বীতল ভবন নির্মানের জন্য শিলান্যাস করাহয়।  অপরদিকে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি স্কুলের নতুন ভবন নির্মানের জন্য শিলান্যাস করাহয়। পরবর্তী সময় বীরচন্দ্র মনু ডায়েট কলেজের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করাহয়। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় ৬ কুটি ৬৭ লক্ষ টাকা ব্যায় করে পশ্চিম বোগাফা দ্বাদশ্রেনী বিদ্যালয়ে নতুন ভবন নির্মান করাহবে।  এই কাজের দায়িত্ব দেওয়াহয়েছে আর ডি কে।  অপরদিকে ৮ কুটি ৬৭ লক্ষটাকা ব্যায়করে শান্তির বাজার দ্বাদশ্রেনী বিদ্যালয়ে বিদ্যাজোতি প্রকল্পের নতুন ভবন নির্মান করাহবে।  এই কাজের দায়িত্ব পূর্ত দপ্তর কে দেওয়াহয়েছে।  সোমবার এই প্রকল্পের শিলান্যাস  করলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।  শিলান্যাসের পাশাপাশি নবনির্মিত ডায়েট কলেজের শুভ দ্বারোদঘাটন  করলেন শিক্ষা মন্ত্রী।  আজকের এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শিক্ষা দপ্তরের ডারেক্টার এন সি শর্মা, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা।  অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা বিগত বাম আমলের সরাকারের শিক্ষার গুনগত মানের সাথে বর্তমানরাজ্যসরকারের গুনতমানের পার্থক্যটা সকলের সামনে তুলেধরেন।  শিক্ষামন্ত্রী জানান বর্তমানরাজ্য সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজকরেযাচ্ছে।  বিগত সরকার চলাকালিন সময়ে সমগ্র ত্রিপুরা রাজ্যজুরে চারটি ডায়েট কলেজ নির্মান করেছে।  বর্তমান রাজ্য সরকার এই কয়েক বছরে শিক্ষার মান উন্নয়নে রাজ্যে ৪ টি ডায়েট কলেজ নির্মানকরেছেন। বর্তমান সময়ে রাজ্যে ডায়েট কলেজের সংখ্যাহলো ৮ টি।  শিক্ষামন্ত্রী ডায়েট কলেজের গুরুত্ব সম্পর্কে জানাতেগিয়ে জানান ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত শিক্ষার জন্য বিদ্যালয়ে আসে অপর দিকে ছাত্র ছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকারা এই ডায়েট কলেজে প্রশিক্ষন নেবেন।  অপরদিকে যেসকল ছাত্র ছাত্রীরা শিক্ষালাভের পর শিক্ষকহতেচায় তারাও এই কলেজে প্রশিক্ষন নিতে পারবে।  সব কয়টি অনুষ্ঠানে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসুচীর কথা জনসন্মুখে তুলেধরেন।

You may also like

Leave a Comment