97
ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ হাতছাড়া হতে পারে। নিজের ভুল স্বীকার করার ফলে সংসারে শান্তি।
গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। আকাশপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে অর্থ নষ্ট। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছুর চিন্তা না করা ভাল। বড় ছেলের বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দূর ভ্রমণের আলোচনা বন্ধ রাখুন। সকাল থেকে মনমেজাজ খুব একটা ভাল থাকবে না। পুরনো শত্রু নতুন করে ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে।