Home » মালসাধু ইনোভেশন জল সরবরাহ প্রকল্প ভূমি পূজন করেন বিধায়ক

মালসাধু ইনোভেশন জল সরবরাহ প্রকল্প ভূমি পূজন করেন বিধায়ক

by admin

 প্রতিনিধি , উদয়পুর :- রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জনজাতি এলাকাগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। কেননা সিপিআইএম শাসনকালে রাজ্যের জনজাতিদের সাথে শুধু মাত্র ভোটের রাজনীতিই হতো এবং প্রতিটি ক্ষেত্রে উনাদের সাথে প্রতারণা করতো সিপিএম নেতৃত্বরা। ঠিক একই রূপ ভাবে মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত মালসাধু এলাকায় দীর্ঘ প্রায় ৭০ বৎসর ধরে পানীয় জল সংগ্রহের কোন সুবিধা নেই এবং তৎকালীন সরকার এই এলাকায় পানীয় জল সংগ্রহের জন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। যার দরুন এই এলাকার জনগণকে দূর-দূরান্ত থেকে ছড়া এবং ঝর্নার জল সংগ্রহ করে খেতে হতো। যার ফলে এই এলাকার জনগণকে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হতো। আর এই অসুবিধার কথা চিন্তা করেই মালসাধু ইনোভেশন জল সরবরাহ প্রকল্প তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মালসাধু ইনোভেশন জল সরবরাহ প্রকল্প এর ভূমি পূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক অভিষেক দেবরায় । বিধায়ক বলেন, আগামী এক বছরের মধ্যে এই পানীয় জল সরবরাহ প্রকল্পটি তৈরি হয়ে যাবে। যার ফলে এই এলাকার জনগণকে আর পানীয় জল সংগ্রহ করতে দূর দূরান্তে যেতে হবে না। অতি অনাহাসে জল সংগ্রহ করে পান করতে পারবেন এলাকাবাসী। যার দরুন এলাকাবাসী রাজ্যে এবং কেন্দ্রের বিজেপি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

You may also like

Leave a Comment