প্রতিনিধি , উদয়পুর :-
২০১৮ বিধানসভা নির্বাচনে সরকারে আসার পর তৎকালীন বিজেপি -আইপিএফটি জোট সরকারের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোটা উদয়পুর শহরের সমস্ত রাজন্য আমলের দিঘী সংস্কারে উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যেই উদয়পুর জগন্নাথ দিঘী সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে জয়পুর মহাদেব দীঘির চার পাড়ে ফুটপাত নির্মাণের প্রথম দফার টেন্ডার করা হয়েছে । এই প্রকল্পের দ্বিতীয় দফায় কাজ শুরুর জন্য আধিকারিকদের নিয়ে মহাদের দিঘীরপাড় ঘুরে দেখেন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেই সাথে পুরাতন মোটরস্ট্যান্ড সুপার মার্কেটটি বাম আমলে অবৈজ্ঞানিকভাবে তৈরি করার ফলে ব্যবসায়ীদের উপযুক্ত স্থান হিসেবে গড়ে ওঠেনি । এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। পুরাতন মোটরস্ট্যান্ড সুপার মার্কেটটি নতুনভাবে সাজিয়ে তোলার জন্য অর্থমন্ত্রী ঘুরে দেখেন গোটা বাজারটি । একই সাথে জাতীয় সড়ক থেকে টেপা নিয়ে যাওয়ার রাস্তা যা রাস্তার মাথা নামে পরিচিত। এই রাস্তাটি বর্তমানে ছোট এবং তীব্র মোড় হওয়াতে যানবাহনে বাঁক নেওয়া , খুবই অসুবিধা জনক । সংশ্লিষ্ট দপ্তর গুলির আধিকারিকদের নিয়ে এই রাস্তাটিকে কিভাবে প্রশস্ত করা যায় এবং সকল প্রকার যানবাহন চলাচলের উপযোগী করা যায় তা খতিয়ে দেখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।